টাইমস বাংলা ডেস্ক -প্রথম সারির তারকাদের ছাড়াই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এবার প্রায় পূর্ণ শক্তির টিম ইন্ডিয়ার সামনে চ্যালেঞ্জ টি-২০ সিরিজে ক্যারিবিয়ানদের বিধ্বস্ত করার। সংক্ষিপ্ত ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজ বরাবর শক্তিশালী দল। তাই কাজটা সহজ হবে না রোহিত শর্মাদের। যদিও সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ক্যারিবিয়ানদের একতরফাভাবে পরাজিত করে টিম ইন্ডিয়া।
৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে অপরাজিত ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন দীনেশ কার্তিক।
ভারতের ৬ উইকেটে ১৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২২ রানে আটকে যায়। ৬৮ রানের বড় ব্যাবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ৫ ম্যাচের সিরিজে ১-০ লিড নেন রোহিত শর্মারা। কীমো পল ১৯ ও জোসেফ ৫ রানে নট-আউট থাকেন। বিষ্ণোই ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইেকট দখল করেন।