টাইমস বাংলা ডেস্ক – ক্লাসে শিষ দেওয়ার অপরাধে ৬ জন ছাত্রের মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।
দক্ষিণেশ্বর আরিয়াদহ কালাচাঁদ স্কুলে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে শিস দেওয়ার ঘটনা ঘটে। জানা গিয়েছে,ওই সময় ক্লাস নিচ্ছিলেন একজন শিক্ষিকা। তিনি জানতে চান কোন ছাত্র এই শীষের আওয়াজ করেছে। তারপর সন্দেহবশত ৭ জন ছাত্রকে স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী মজুমদারের ঘরে নিয়ে যান ওই শিক্ষিকা। ঘটনাটি শোনার পরে, প্রধান শিক্ষিকা ইন্দ্রানী মজুমদার ওই ছাত্রদের থেকে জানতে চান ক্লাসের মধ্যে কোন ছাত্র শীষ দিয়েছে। ঠিক তারপরেই প্রধান শিক্ষিকা নিজের হাতে কাচি দিয়ে ওই ৭ জন ছাত্রের মাথার চুল কেটে দেয়, এমনটাই অভিযোগ ছাত্র সায়ন্তন মান্নার পরিবারের লোকজনদের।
এই ঘটনার পর থেকে ওই সাত জন ছাত্র যথেষ্ট আতঙ্কিত ও ভীত হয়ে পড়ে। ওই স্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা। অভিভাবকদের বক্তব্য, ছাত্ররা বদমাইশি করলে শাস্তি অনেক ধরনের হতে পারে। কিন্তু এই ধরনের শাস্তি তারা কোনভাবে মন থেকে মেনে নিতে পারছে না। তাই প্রধান শিক্ষিকার শাস্তির দাবি জানিয়েছেন আতঙ্কিত ছাত্রদের পরিবারের লোকজন। এই ধরনের ঘটনা আরও একবার শিক্ষাঙ্গনে শিক্ষিকার অমানবিক মুখ প্রমাণ করে দিল।