টাইমস বাংলা ডেস্ক -প্রয়াত পঞ্জাবি গায়ক বলবিন্দর সাফরি। মঙ্গলবার (২৬ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স ৬৩ বছর।পঞ্জাবি গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গায়ক গুরু রানধাওয়া। ইনস্টাগ্রামে বলবিন্দর সাফরির একটি পোস্ট করে তিনি লেখেন, ‘আমরা আপনার গানকে সম্মান করি। সঙ্গীত জগতে আপনার অবদান অবিস্মরণীয়। আলবিদা বলবিন্দর স্যার।’
মৃত্যুর আগে আগে ৮৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর একটু সুস্থ হওয়ার শেষ কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল।হৃদযন্ত্রের সমস্যায় গায়ককে এপ্রিলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর ট্রিপল বাইপাস হয়েছিল তাঁর। এমনকি অস্ত্রোপচারের পরেও কিছু জটিলতা ছিল, তাই তাঁকে আরও একটি অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছিল। কিছু সময়ের জন্য কোমায় ছিলেন এবং সিটি স্ক্যানেও মস্তিষ্কে জটিলতা ধরা পড়েছিল।সাফারি শুধু একটি নাম নয়, একজন কিংবদন্তি ছিলেন যিনি সর্বদা সকলের মনে থাকবে। ‘চান মেরে মাখনা’, ‘পাও ভাঙড়া’, ‘পার লিংগদে’-এর মতো গানগুলি কেবল সঙ্গীতের অংশই নয়, তিনি রেখে গিয়েছেন কিছু অসামান্য গান। গায়কের মৃত্যুতে সঙ্গীত মহলে শোকের ছায়া।