আজ ইতিহাস গড়ে ভারতের প্রথম আদিবাসী হিসেবে রাষ্ট্রপতি পদে শপথগ্রহণ করবেন দ্রৌপদী মুর্মু। সংসদ ভবনের সেন্ট্রাল হলে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ শপথ নেবেন দ্রৌপদী মুর্মু।শপথ গ্রহণের আগে দ্রৌপদী মুর্মু মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট যান।সকাল ৯টা ২২ মিনিটে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান দ্রৌপদী মুর্মু। সেখানে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন তিনি। ভারতের প্রধান বিচারপতি এন ভি রামনা সংসদ ভবনের ঐতিহাসিক সেন্ট্রাল হলে দ্রৌপদী মুর্মুকে ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথবাক্য পাঠ করাবেন।জানাগিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আজ নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন না।গান স্যালুট গ্রহণ করছেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর রামনাথ কোবিন্দ এবং দ্রৌপদী মুর্মু সকাল ১০টা ৩ মিনিট নাগাদ পৌঁছবেন সংসদে।
#WATCH | Delhi: Outgoing President Ram Nath Kovind and his wife Savita Kovind extend greetings to President-elect Droupadi Murmu at Rashtrapati Bhavan.
(Video Source: Rashtrapati Bhavan) pic.twitter.com/DF6dN6iVNQ
— ANI (@ANI) July 25, 2022
ইতিমধ্যেই বিদায়ী রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন৷ জানাগিয়েছে বিদায়ী রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবন থেকে সংসদের পৌঁছেছেন। দ্রৌপদী মুর্মু শীঘ্রই ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন।