ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনিই ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন। আর রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রাক্কালে তাই অনেকের মনেই প্রশ্ন- কত বেতন পান ভারতের রাষ্ট্রপতি? কী কী সুবিধা পান তিনি? অবসর পরিকল্পনাও কেমন? এটিই বিশ্বের কোনও দেশের সাংবিধানিক প্রধানের সবচেয়ে বড় বাসভবন। রাষ্ট্রপতি ভবনে ৩৪০টি ঘর রয়েছে। রাষ্ট্রপতি ভবনের করিডরই প্রায় ২.৫ কিলোমিটার। প্রায় ১৯০ একর জমি জুড়ে রয়েছে সুসজ্জিত বাগান। রাষ্ট্রপতির সচিবালয়ে ৫ জন কর্মী কাজ করেন। রাষ্ট্রপতি ভবনে প্রায় ২০০ জন কর্মী রক্ষণাবেক্ষণের কাজ করেন।সিমলায় রাষ্ট্রপতির ছুটি কাটানোর জন্য রয়েছে প্রাসাদোপম বাংলো। নাম ‘রাষ্ট্রপতি নিবাস’। রাষ্ট্রপতির নিবাস হিসাবে হায়দরাবাদে ‘রাষ্ট্রপতি নিলয়ম’ নামে একটি সুবিশাল অট্টালিকা রয়েছে। রাষ্ট্রপতির বেতন মাসে ৫ লক্ষ টাকা। এর আগে, ২০১৭ সাল পর্যন্ত এটি অনেক কম ছিল, ১.৫ লক্ষ টাকা। তবে সপ্তম পে কমিশনের পর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন বৃদ্ধি পায়। রাষ্ট্রপতি সারা জীবন বিনা খরচে চিকিত্সা পান। রাষ্ট্রপতি ভবনে কর্মীদের বেতন, অতিথি আপ্যায়ন, খাওয়া-দাওয়ার এলাহি আয়োজনের জন্য ২ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ থাকে। রাষ্ট্রপতি সবসময়েই প্রায় ১৫-২০টি গাড়ির কনভয় নিয়ে যাতায়াত করেন। তাঁর জন্য থাকে বুলেট ও বম্ব-প্রুফ কালো মার্সিডিজ বেঞ্জ S600L-পুলম্যান লিমুজিন। দাম প্রায় ১০ কোটি টাকা। রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী/স্বামী বিশ্বের যেকোনও দেশে বিনা খরচে ভ্রমণ করতে পারেন। অবসরের পর রাষ্ট্রপতি মাসে ১.৫ লক্ষ টাকা পেনশন পাবেন। তাঁর স্ত্রী-ও মাসে ৩০ হাজার টাকা করে পাবেন। শুধু তাই নয়। প্রাক্তন রাষ্ট্রপতির নিরাপত্তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে তাঁদের সুবিশাল, প্রথম গ্রেডের সরকারি বাংলোয় থাকার ব্যবস্থা করা হয়। অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতিরা তাঁদের ব্যক্তিগত কর্মীদের বেতন বাবদ বছরে ৬০ হাজার টাকা পান। অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী সারাজীবন বিনা খরচে বিমান বা ট্রেনে ভ্রমণ করতে পারেন।