টাইমস বাংলা ডেস্ক -নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রায় ২৬ ঘণ্টা জেরার পর গ্রেপ্তার করা হল তাঁকে। শুক্রবার সকাল থেকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্যের শিল্পমন্ত্রীকে। সূত্রের খবর, গ্রেপ্তারির পর প্রথমে শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে মন্ত্রীর। এরপর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে তাঁকে। সেখানে ফের জিজ্ঞাসাবাদ করা হবে পার্থবাবুকে।আজই আদালতে তোলা হবে মন্ত্রীকে। এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা এবং তাঁর এক বান্ধবীকে আটক করেছে ইডি।
#WATCH | Enforcement Directorate (ED) team arrests former West Bengal Education Minister, Partha Chatterjee from his residence in Kolkata. The team had been here since yesterday in connection with the SSC recruitment scam. pic.twitter.com/iGkfQNlF0X
— ANI (@ANI) July 23, 2022
পার্থ চট্টোপাধ্যায়কে আজই আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে ইডি। প্রায় ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পরে ইডি গ্রেফতার করে পার্থবাবুকে।
ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছিলেন না পার্থবাবু। এমনকী গ্রেফতারির নথিতেও সই করতে অস্বীকার করছিলেন তিনি। শেষপর্যন্ত গোয়েন্দাদের চাপে সই করতে বাধ্য হন তিনি। বেলা ঠিক ১০টায় পার্থবাবুকে বাড়ি থেকে বার করে ৬টি গাড়ির কনভয় করে পার্থবাবুকে নিয়ে সিজিও কমপ্লেক্সের দিকে রওনা দেন গোয়েন্দারা।
আটক করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি ২০ কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত করে গতকাল। ২০টি মোবাইলও পাওয়া গিয়েছে তাঁর বাড়ি থেকে।
গতকাল সকাল সাড়ে সাতটা নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হয় ইডি। এরপর থেকে টানা তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলে। এসএসসি দুর্নীতি মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি পার্থর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ইডি কর্তারা।
জিজ্ঞাসাবাদ চলাকালীনই পার্থবাবু অসুস্থ বোধ করায় সকালে তাঁর বাড়িতে এক চিকিৎসককে ডেকে পাঠানো হয়। এর আগে শুক্রবার পার্থবাবুর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত আসেন তাঁর বাড়িতে। তাছাড়া এসএসকেএম থেকে তিনজন চিকিৎসক গিয়েছিলেন গতকাল।
দীর্ঘ ২৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আটক করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও। গতকাল সকাল সাড়ে সাতটায় পার্থবাবুর নাকতলার বাড়িতে এসেছিলেন ইডি কর্তারা। আজ সকাল ১০টায় ইডি কর্তারা পার্থকে নিয়ে বেরিয়ে যান। জানা গিয়েছে সিজিও কম্প্লেক্সে ইডির দফতরে নিয়ে যাওয়া হচ্ছে।