টাইমস বাংলা ডেস্ক – আজ, শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। আর তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে আটক করা হয়েছে। বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় আবদুল লতিফ স্ট্রিটে বাড়ি অর্পিতা মুখোপাধ্যায়ের। এই ঘটনায় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন তাঁর মা।এই ঘটনা প্রকাশ্যে আসার পর তাঁর মায়ের কাছে বিষয়টি জানতে চায় সংবাদমাধ্যম। তখন তাঁর মায়ের দাবি, ‘মডেলিং করত মেয়ে। ওড়িশার বেশ কিছু সিনেমা অভিনয় করেছে। প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিল। দু’দিন আগেও বাড়িতে এসেছিল অর্পিতা। তবে মেয়ে আর কী করে, তা আমার জানা নেই।’উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা মডেলিং করতেন। তাও বিরাট কিছু নয়। বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে ওঠাবসাও ছিল। কিন্তু সেই অর্থে জনপ্রিয় ছিলেন না। সেখানে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উপচে পড়া ২০ কোটি টাকা নগদ উদ্ধার শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্যে। শনিবার তাঁকে আটকও করা হয়েছে। নাকতলা উদয়ন সঙ্ঘের প্রচারে যুক্ত হন অর্পিতা মুখোপাধ্যায়। সেই সূত্রেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয়। অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে। সঙ্গে ৫০ লক্ষ টাকার সোনাও।অর্পিতার আয়ের উৎস জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। এই তথ্য জানতে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশ্ন একটাই, এত টাকা কার?