টাইমস বাংলা ডেস্ক -টলি পড়ায় জোর গুঞ্জন, ফের একবার পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে অভিনেতা শিবপ্রসাদকে। বিপরীতে থাকতে পারেন বহুমুখী প্রতিভাসম্পন্ন অভিনেত্রী পাওলি দাম। ২০১৮ সালে পর্দায় শাশুড়ি-বৌমার টক-ঝাল-মিষ্টি সম্পর্কের সমীকরণে মুক্তি পেয়েছিল ‘মুখার্জিদার বৌ’। পৃথা চক্রবর্তীর ওই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন প্রযোজক-যুগল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পাওলি-শিবপ্রসাদ জুটিকে পর্দায় ফেরাতে পারেন পৃথা।‘কণ্ঠ’র পর নাকি ফের একবার পর্দায় দেখা যাবে পাওলি-শিবপ্রসাদ জুটিকে? ‘উইন্ডোজ প্রোডাকশন হাউজ’-এর হাত ধরে আসছে নতুন কোনও ছবি। খোঁজ নিয়ে জানা যায়, ২০২০ সালের আশেপাশেই চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছে। সম্পর্কের গল্প। চিত্রনাট্যের পিছনেই নাকি অনেকটা সময় চলে গিয়েছে। ছবির কাজ শুরু হয়েও হচ্ছে না।পরিচালকের বক্তব্য, ছবির অনেকটা অংশের শ্যুটিং করতে হবে কলকাতার বাইরে। প্রযোজক শুটিংয়ের সেট তৈরি করে শ্যুটিং শুরু করার কথা বললেও তা করতে রাজি নন পরিচালক পৃথা। প্রযোজক শিবপ্রসাদের কথায়, চিত্রনাট্য চূড়ান্ত না হলে তিনি কোনও মন্তব্য করতে নারাজ। সেই নিয়ে কাজ চলছে। সাফ জানিয়েছেন, ‘পাওলি-শিবপ্রসাদ জুটির পর্দায় আসার সম্ভাবনা কম।’ উঠছে প্রশ্ন, আদৌ কি মুক্তি পাবে এই ছবি?