টাইমস বাংলা ডেস্ক -‘সকলের তরে সকলে আমরা, সকলে আমরা পরের তরে।’ এই মতে বিশ্বাস করে দিন কয়েক আগে নিজের ২০ কোটি বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তি দান করেছিলেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। এবার সেই গেটসকে অনুসরণ করলেন উত্তরপ্রদেশের এক চিকিৎসক। নিজের ৬০০ কোটি টাকার সম্পত্তি সরকারের হাতে তুলে দিলেন তিনি। শর্ত একটাই। ওই অর্থ দিয়ে সাহায্য করতে হবে গরিবদের।উত্তরপ্রদেশের মোরাদাবাদের চিকিৎসক অরবিন্দকুমার গোয়েল। তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে মোরাদাবাদে থাকেন। ৫০ বছর ধরে সুনামের সঙ্গে চিকিৎসা করছেন তিনি। এলাকায় মানবদরদী হিসেবে পরিচিত। সকলের বিপদে ছুটে যান অরবিন্দ। ২৫ বছর আগেই সম্পত্তি দানের সিদ্ধান্ত নিয়েছিলেন ওই চিকিৎসক। এবার সেই কাজ সেরে ফেললেন তিনি। প্রায় ৬০০ কোটি টাকার সম্পত্তি যোগী সরকারের হাতে তুলে দিলেন ওই চিকিৎসক।লকডাউনের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এই চিকিৎসক। মোরাদাবাদের ৫০টি গ্রাম দত্তক নিয়েছিলেন তিনি। সেখানকার মানুষজনের খাওয়াদাওয়ার দায়িত্ব নিয়েছিলেন। এমনকী, দুস্থ পড়ুয়াদের পড়াশোনার দায়িত্ব সামলেছেন তিনি। এমনকী, বহু দুস্থ রোগীর চিকিৎসার দায়িত্বও নিয়েছেন ওই চিকিৎসক। এবার মানুষের পাশে দাঁড়াতে আরও বড় পদক্ষেপ করলে অরবিন্দ।মানবদরদী কাজের জন্য দেশের রাষ্ট্রপতির হাত থেকে চারবার সম্মানিত হয়েছেন অরবিন্দ। সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রতিভা পাটিল এবং এপিজে আবদুল কালামের হাত থেকে সম্মান গ্রহণ করেছিলেন মোরাদাবাদের চিকিৎসক অরবিন্দ গোয়েল। এবার ফের সমস্ত সম্পত্তি দান করে নজির