টাইমস বাংলা ডেস্ক -কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ আকাশ আংশিক মেঘলা থাকবে আজ। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় তৃণমূলের ২১ জুলাইয়ের জনসমাবেশে কোনও ব্যাঘাত ঘটবে না বলে মনে করা হচ্ছে। আগামী দু’দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকবে৷ তবে আজ ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও শীঘ্রই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।এই মুহূর্তে পুরুলিয়া দিঘা হয়ে উত্তর পশ্চিমে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। ফলে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ২৩ এবং ২৪ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।এবছর বর্ষার আগাম প্রবেশেও ঘাটতি বৃষ্টির। ১ জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৬ শতাংশ। উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪ শতাংশ। বৃষ্টিপাতের এই অভাব নিয়ে উদ্বিগ্ন অনেকে। এতে কৃষিকাজের ব্যাঘাত ঘটছে। তাই মাথায় হাত কৃষকদের। বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে। ফলে অস্বস্তিকর গরম থাকবে।