টাইমস বাংলা ডেস্ক -পশ্চিমবঙ্গের নাম পালটে ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি জানিয়েছেন, বাংলা, হিন্দি এবং ইংরেজি – তিনটি ভাষায় ‘বাংলা’ নাম রাখার প্রস্তাব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।মঙ্গলবার লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ জানিয়েছেন, গত পাঁচ বছরে দেশের বিভিন্ন প্রান্তের শহরের নাম পরিবর্তনের যে সব প্রস্তাব জমা পড়েছে, তাতে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনসিওসি) দিয়েছে কেন্দ্র। সেইসঙ্গে তিনি বলেন, ‘রাজ্যের নাম পালটে তিনটি ভাষায় (বাংলা, ইংরেজি এবং হিন্দি) বাংলা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাব জমা পড়েছে।’