টাইমস বাংলা ডেস্ক: সামনে উপরাষ্ট্রপতির লড়াই। সোমবারই প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার কথা। ঠিক তার আগেই বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন এনডিএ’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়। তাঁর বদলে রাজ্যপাল পদে আপাতত দায়িত্ব দেওয়া হল মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে। পরবর্তী সময়ে স্থায়ী রাজ্যপাল হিসেবে বেছে নেওয়া হবে অন্য কাউকে।রবিবার সন্ধের পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকড়। তার পরেই রাতে অস্থায়ী রাজ্যপাল হিসাবে গণেশনের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মণিপুরের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলারও দায়িত্বভার সামলাবেন গণেশন। এদিন রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে জগদীপ ধনকড়ের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। লা গণেশন মণিপুরে নিজের দায়িত্ব ছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্ব পালন করবেন।’’উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে শনিবার মোদি-শাহ ঘনিষ্ঠ জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করে বিজেপি। সেই লড়াইয়ের জন্য রবিবার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন তিনি। সোমবার দুপুর ১২টা নাগাদ উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন তিনি। তাঁর হয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবক হওয়ার জন্য সই করেছেন রাজ্য বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার এবং সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।বাংলার অস্থায়ী রাজ্যপালকে স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল শ্রী লা গণেশনকে অভিনন্দন জানাই। রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যপালকে সবরকম সহযোগিতা করব আমরা।’’