চঞ্চল মজুমদার, নদিয়া -রক্তদান মহৎ দান একজন রক্তদাতার রক্ত বাঁচাতে পারে এক মুমূর্ষ রোগীর প্রাণ। সেই বার্তা সাধারণের কাছে পৌঁছে দিতেই উদ্যোগ নেওয়া হয়েছিল “রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর” এবং “রাজ্য এইডস নিয়ন্ত্রণ সংস্থা” “রেড রিবন ক্লাবের” পক্ষ থেকে। ২০২১ সালে এ “রেড রিবন ক্লাব”-এর পরিচালনায় আয়োজিত হয়েছিল “ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন শর্ট ফিল্ম প্রতিযোগিতা”। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রক্তদানের গুরুত্ব তুলে ধরার আঙ্গিকেই নিজের পরিবার-পরিজন ও পাড়া-প্রতিবেশীদের সহযোগিতায় নিজের পরিচালনা ও নির্দেশনায় তিন মিনিটের একটি শর্ট ফিল্ম “শোণিত” তৈরি করেছিলেন জলপাইগুড়ির ময়ূখ ভট্টাচার্য্য। সেই তথ্যচিত্র ইতিমধ্যেই “বেস্ট শর্ট ফিল্ম” ও “বেস্ট ডিরেক্টর”-এর অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।
সম্প্রতি দিল্লিতে আয়োজিত “ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সিনেমা ইউনিভার্স ফিল্ম ফেস্টিভ্যাল”-এ বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে। এছাড়াও আসামে আয়োজিত “ওয়ান লিফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল”-এ “বেস্ট বেঙ্গলি ফিল্ম” এবং “সাউথ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল”-এ “বেস্ট এডিটর”-এর পুরস্কার জিতে নিয়েছে।
ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা, রক্তদানের গুরুত্ব কে সাধারণের কাছে পৌঁছে দেওয়া আর সেই লক্ষ্যমাত্রা স্থির রেখে ময়ূখের তৈরি শর্ট ফিল্ম “শোণিত” একের পর এক অ্যাওয়ার্ড ও পুরস্কার পেয়ে চলেছে। এবং তার এই শর্ট ফিল্ম-এর মাধ্যমে রক্তদানের গুরুত্ব ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। ময়ুখের এই প্রচেষ্টাও সাফল্যে খুশি রাজ্য সশস্ত্র দপ্তর থেকে শুরু করে রাজ্য এইডস কন্ট্রোল সংস্থা সকলে।
ময়ূখের সাফল্যে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে তার প্রচেষ্টা ও প্রতিভা ময়ূখ ভট্টাচার্য্য-কে আরো বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এই শুভকামনা জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের “রাজ্য এইডস প্রিভেনশন এন্ড কন্ট্রোল সোসাইটি”-এর “অ্যাসিস্ট্যান্ট ইউথ ডিরেক্টর” পিয়ালী দাস।