টাইমস বাংলা ডেস্ক -বয়স হয়েছে। তাই মা এখন বোঝা। আর এই বোঝাকেই ঘাড় থেকে কৌশলে নামিয়ে দিল ছেলে। প্ল্যাটফর্মে বৃদ্ধা মাকে বসিয়ে সে পগাড়পার। যাওয়ার আগে ৮০ বছরের বৃদ্ধা মাকে ছেলে বলেছিল, ‘তুমি বসো আমি আসছি’। সেই যে গেল আর আসেনি। অথচ ছেলের প্রতীক্ষায় ঘণ্টার পর ঘণ্টা স্টেশনেই বসে রইলেন বৃদ্ধা মা। হাবড়া স্টেশনের এই ঘটনাই এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে খবর, লাঠি হাতে এক বৃদ্ধাকে মঙ্গলবার হাবড়া প্ল্যাটফর্মে বসে থাকতে দেখা যায়। কখনও ক্লান্তিতে ঝিমিয়ে পড়ছেন। আবার কখনও নিষ্পলক চেয়ে বসে আছেন। একেবারে চুপচাপ। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, ছেলে রেখে দিয়ে গিয়েছে এখানে। সোমবার থেকে তিনি ঠায় বসে আছেন। কিছু খাবারও জোটেনি।স্থানীয় বাসিন্দাদের থেকে এই খবর পান হাবড়া পুরসভার পুরপ্রধান। তিনি এসে ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করেন নানা কথা। তখন বেরিয়ে আসে তাঁর বাড়ি বেহালার ঠাকুরপুকুরে। কিন্তু মাকে আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে স্টেশনে বসিয়ে রেখে পালিয়েছে ছেলে। এই কথা জানতে পেরে বৃদ্ধার থাকা–খাওয়ার ব্যবস্থা করেন হাবড়ার পুরপ্রধান নারায়ণ সাহা। এই ঘটনার কথা শুনে পুরপ্রধান বৃদ্ধাকে হাবড়া পুরসভা পরিচালিত ভবঘুরেদের আশ্রয়স্থল, বিবেকানন্দ ভবনে নিয়ে যান। সেখানেই তাঁর থাকা–খাওয়ার বন্দোবস্ত করেন। আর এই বৃদ্ধা বলেন, ‘আমি বুঝতে পারিনি ছেলে এভাবে আমাকে ফেলে চলে যাবে। বলেছিল, এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাচ্ছে। তারপর এখানে বসে থাকতে বলে চলে গেল।’