টাইমস বাংলা ডেস্ক -ভারতের নির্বাচন কমিশন মঙ্গলবার থেকে রাজ্য বিধানসভা সচিবালয়গুলিতে মনোনীত ব্যালট বাক্স, ব্যালট পেপার, বিশেষ কলম এবং অন্যান্য সিল করা নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করেছে। এই ব্যালট বাক্স এবং সামগ্রী ব্যবহার করেই রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই। এই সামগ্রী পাঠানোর জন্য বিভিন্ন এয়ারলাইন্সে ইকোনমি ক্লাসে টিকিট কাটা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেই আসনে করেই ‘মিছ ব্যালট বক্স’ দিল্লি থেকে বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন।এদিকে প্রায় এক সপ্তাহ আগেই রাজ্যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যায়। রাজ্য বিধানসভায় তৈরি হয়েছে স্ট্রং রুম৷ সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে৷ সূত্রের খবর, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের নির্বাচিত সমস্ত লোকসভার সদস্যই বিধানসভায় এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন৷ এছাড়া শাসক ও বিরোধী দলের বিধায়করাও ভোট দেবেন বিধানসভায়৷ কোভিডবিধি মেনে ভোট করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷ সেই বিষয়ে বিধানসভায় ভোট পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিক ও ভোটকর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।এর আগে গতকালই দিল্লি যান নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বিধানসভার দুই আধিকারিক৷ সংসদ ভবনের সচিব তথা রাষ্ট্রপতি নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কাছ থেকে ব্যক্তিগত বন্ডে তাঁরাই নিয়ে আসেন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্দিষ্ট ব্যালট বক্স৷ বিমানের বিজনেস ক্লাসে পরপর তিনটি সংরক্ষিত আসনের মাঝের টিতে রাখা ছিল সেই ব্যালট বক্স৷ দুই পাশে বসেন দুই আধিকারিক৷ আগামী ১৪ জুলাইয়ের মধ্যে সব রাজ্যেই ব্যালট বক্স পৌঁছে দেবে নির্বাচন কমিশন।