টাইমস বাংলা ডেস্ক -গ্রীষ্মকালীন অবকাশ শেষ হওয়ার পর প্রথম কর্মদিবসেই রেকর্ড গড়ল সুপ্রিম কোর্ট। একদিনে মোট ৪৪টি মামলার রায় দিল শীর্ষ আদালত। বিচারপতি এমআর শাহ একাই ২০টি মামলার রায়দান করেন সোমবার। ফৌজদারি মামলা থেকে জনস্বার্থ, ব্যাঙ্কিং এবং বাণিজ্যিক বিষয় থেকে আদালত অবমাননা, একাধিক ইস্যুতে করা মামলার রায়দান করে শীর্ষ আদালত।গত ২৩ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি ছিল। ১১ জুলাই অর্থাৎ, সোমবার আদালত খুলতেই বিভিন্ন মামলা রায়দান করা হয় একের পর এক। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতিরা সর্বদা দাবি করে এসেছেন যে, ছুটির ফলে মামলা নিয়ে পড়াশোনা করার সময় পাওয়া যায়, এতে রায়দানে সুবিধা হয়। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি কেজি বালাকৃষ্ণান বলেছেন, ‘অবকাশ আমাদেরকে রায় প্রস্তুত করার এবং এমন বিষয়গুলির উপর পড়াশোনার জন্য সময় দেয় যা আমরা অন্য সময় করতে পারি না। অবকাশের পরে এতগুলি রায় দেওয়ার জন্য বিচারপতিরা যে দুর্দান্ত পরিশ্রম করেন, তার প্রশংসা করা উচিত।’সুপ্রিম কোর্টের আরও এক প্রাক্তন বিচারপতি জাস্টিস ভি গোপাল গৌড়া বলেন, ‘বিচারপতিরা ছুটির সময়ে নিজেদের পুনরুজ্জীবিত করে তোলেন এবং গবেষণায় সময় ব্যয় করেন।’ নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘গ্রীষ্মকালীন ছুটির পর, আমি আইনি বিধি ও সংবিধানের সাংঘর্ষিক বিধানের বৈধতা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলাম। একটি ক্ষেত্রে তো শুধু প্রমাণই ৩০ ভলিউমের ছিল। রায় প্রদানের সাথে অনেক সংশোধন জড়িত। এটি একটি সাধারণ কাজ নয় বরং এটি একটি কঠিন কাজ। ছুটির সময় আপনি আইনি ক্লার্কদের কাছ থেকে আরও ভালো সহায়তা পান। তা সাহায্য করে রায়দানে।’