টাইমস বাংলা ডেস্ক: পদ্মা সেতুতে দাঁড়িয়ে সেলফি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে তা সত্ত্বেও ছবি তোলার প্রবণতা যেন রোখা যাচ্ছে না। এবার নিয়ম ভেঙে ছবি তোলার অভিযোগের তালিকায় নাম জুড়ল ছাত্রলিগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খানের। যদিও তাঁর ঘনিষ্ঠ এক নেতার দাবি, “নিয়ম ভাঙা হয়নি। অনুমতি নিয়ে পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তুলেছেন আল নাহিয়ান খান।”ইদ উপলক্ষে বরিশালের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন ছাত্রলিগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান। সেই সময় পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও অনেকে। ছিলেন ছাত্রলিগের কেন্দ্রীয় সহ সভাপতি রাকিব হোসেন, তিলোত্তমা শিকদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার, সাহিত্য বিষয়ক উপসম্পাদক এস এম রিয়াদ হাসান এবং আন্তর্জাতিক বিষয়ক উপসম্পাদক সামাদ আজাদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ইব্রাহিম হোসেন-সহ বেশ কয়েকজন।সোশ্যাল মিডিয়ায় ওই ছবি শেয়ার করেন প্রত্যেকে। তারপর থেকে ওই ছবি নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। জানা গিয়েছে, নিয়ম ভেঙে পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তুললেও তাঁদের এক পয়সাও জরিমানা দিতে হয়নি। আল নাহিয়ান খানের ঘনিষ্ঠের দাবি, অনুমতি নিয়ে পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা হয়েছে। ছাত্রলিগের কেন্দ্রীয় সহ সভাপতি রাকিব হোসেন যদিও জানান, “প্রথমবার পদ্মা সেতু পার হওয়ার অনুভূতি অন্যরকম ছিল। তাই ছবি তুলেছিলাম। তবে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া উচিত ছিল।”