টাইমস বাংলা – শনিবার টেক-অফের সময় কলকাতা বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পড়তে বেঁচে গেল বিমান। ট্যাক্সিওয়েতে একটি বিমানের চাকা আটকে যায় বলে জানা যায়। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় গর্ত থেকে বিমানের চাকা বের করা হয়। এর জেরে নির্ধারিত সময়ের থেকে এক ঘণ্টা বিলম্ব হয় বিমানটির টেক-অফে। জানা গিয়েছে, মুম্বইগামী ইন্ডিগোর উড়ানে বিপত্তিটি ঘটে।টেক-অফের জন্য ট্যাক্সিওয়ে দিয়ে বিমানটি যখন রানওয়ের দিকে যাচ্ছিল, তখনই বিমানে চাকা আটকে যায় একটি গর্তে। শনিবার বিকেল ৪টে নাগাদ এই ঘটনাটি ঘটে। পরে দু‘টি ট্র্যাক্টর এনে গর্ত থেকে বিমানের চাকা বের করা হলে সেটি গন্তব্যের উদ্দেশে উড়ে যায়। বিমানটিকর এমনিতে কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। পর বিমানটিকে ঘুরিয়ে অন্য ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়েতে নিয়ে যাওয়া হয়।কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই গর্ত মেরামতের কাজ শুরু হয়েছে। কার গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা যায়, বিমানে দেড়শো জনেরও বেশি যাত্রী ছিল। বিপত্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা। এদিকে এই দুর্ঘটনার ফলে আবার ট্যাক্সিওয়েটির আরও ক্ষতি হয়েছে। তবে কীভাবে কলকাতার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে এরম গর্ত থাকতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। বিষয়টি খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।