টাইমস বাংলা ডেস্ক -আজ, শনিবার উল্টোরথ। তাই হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে ভক্ত সমাগম হয়েছে। পুরী, ইসকনের থেকে কোনও অংশে ভিড় কম হয়নি। কিন্তু এখানে অভিযোগ উঠেছে, পুজো দিতে গেলে কাটতে হচ্ছে কুপন। এই কুপনের দাম আবার মাথাপিছু কুড়ি টাকা। এই নিয়ে মাহেশের মন্দিরে আজ বিক্ষোভে ফেটে পড়লেন ভক্তরা।
স্থানীয় সূত্রে খবর, গত আটদিন আগে মাসির বাড়িতে এসেছিলেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আজ, শনিবার উল্টোরথে তাঁরা ফিরছেন নিজের বাড়িতে। এই উৎসব উপলক্ষ্যে পুজো শুরু হয়েছে মাহেশে। ভিড় জমিয়েছেন ভক্তরা। সেখানেই পুজো দিতে গেলে কাটতে হচ্ছে ২০ টাকার কুপন। যা নিয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন মানুষজন। কারণ আগে কখনও এমন ঘটনা ঘটেনি। পুজোকে সামনে রেখে ব্যবসা শুরু করেছে ট্রাস্টি ও সেবাইতরা বলে ভক্তদের অভিযোগ।
আজ, এই অভিযোগকে সামনে রেখে জগন্নাথ মন্দিরের সেবাইত তমাল অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখান ভক্তরা। আসরে নামতে হয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে। কী বলছে তৃণমূল কংগ্রেস? এই বিষয়ে শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, ‘কেন টাকা দিয়ে জগন্নাথ দেবকে প্রণাম করতে হবে তা ট্রাস্টি বোর্ডের কাছে জানতে চেয়েছি। এটা চলতে পারে না। আগে ভক্তদের কাছ থেকে টাকা নেওয়া হয়নি। এবারও হবে না।’উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে সোচ্চার হয়েছেন পুণ্যার্থীরা। আজ প্রথা অনুযায়ী, মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরবেন জগন্নাথ। এটাই নিয়ম। এদিন মন্দিরের দ্বার খোলার সঙ্গে সঙ্গে ভক্তদের দর্শন দেন জগন্নাথ। তারপর নিয়ম মেনে চলে পুজোপাঠ। এদিন বিকেল ৩টের পর শুরু হবে উল্টোরথের টান। এভাবেই তিনি ফিরবেন।