টাইমস বাংলা ডেস্ক -বন্যার জল ধীরে ধীরে কমছে। তবে অসমে এবার জলবাহিত ও মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে ক্রমশ। মূলত পরিষ্কার জলের অভাবেই জলবাহিত রোগ বাড়ছে। এমনটাই খবর National health mission সূত্রে।National health mission-এর অসম মিশন ডিরেক্টর এমএস লক্ষ্মীপ্রিয়া জানিয়েছেন, ত্রাণ শিবির থেকে অনেকে বাড়ি ফিরছেন। দুষিত জল অনেকে খেয়ে ফেলছেন। এনিয়ে কিছু সমস্যা হচ্ছে।এদিকে কোথায় রোগের প্রকোপ বাড়ছে, জ্বর হচ্ছে কি না তা দেখার জন্য জেলাগুলিকে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জাপানি এনসেফেলাইটিসের প্রকোপও বাড়ছে ক্রমশ। এপ্রিল থেকে এই পর্যন্ত ৪৮জন আক্রান্ত হয়েছেন। ৬জনের মৃত্যুও হয়েছে।সব মিলিয়ে এনসেফেলাইটিসের উপসর্গ যুক্ত ১৪৩জন রোগীর সন্ধান মিলেছে।১৬জনের মৃত্যুও হয়েছে। ১৯জন ডেঙ্গু আক্রান্তের খোঁজও মিলেছে।আইএমএর অসম শাখার সভাপতি ডাঃ সত্যজিত বোরাহ জানিয়েছেন, বন্যার পরে অসমে জলবাহিত ও মশাবাহিত রোগের প্রকোপ দেখা যায়।পরিশ্রুত পানীয় জলের অভাবের জন্য়ই সমস্যা হয়।জমে থাকা জলে মশার লার্ভা জন্মায়। তার জেরে রোগও ছড়ায়।এদিকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জাপানি এনসেফেলাইসিরে পরীক্ষাও হচ্ছে। সরকারের তরফে বিভিন্ন রোগ নিয়ে সচেতনামূলক প্রচারও করা হচ্ছে।