টাইমস বাংলা ডেস্ক -জঞ্জালে আগুন দিতেই বিস্ফোরণ। কারণ সেই আগুনের স্পর্শে এসেছিল মোবাইলের ব্যাটারি। তবে অজান্তেই এই ঘটনার জেরে বিস্ফোরণ ঘটেছে। তার জেরে মৃত্যু হল সাড়ে তিন বছরের এক শিশুর। মালদহের কালিয়াচক থানার কানাইনগর গ্রামে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত স্থানীয় গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুর নাম সুরজ মণ্ডল। শুক্রবার বিকেলে বাড়ির পাশে দাঁড়িয়েছিল ওই শিশুটি। তখন সেখানে বাড়ির জঞ্জাল নিয়ে এসে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। কিন্তু সেখানে যে একটি মোবাইলের ব্যাটারি ছিল তা খেয়াল করেননি প্রতিবেশী ব্যক্তি। তাই সেখানে আগুন লাগতেই সেটি বিস্ফোরণ হযে ফেটে যায়। আর তার জেরেই বিস্ফোরণে জখম হয় ওই শিশু।
এই ঘটনার পর সঙ্গে সঙ্গে শিশুটিকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটি আহত অবস্থায় রাস্তায় পড়েও ছিল। বাড়ির সদস্যরা ওই শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানের চিকিৎসকরা জানান, ওই শিশুটির মৃত্যু হয়েছে। তখনই শোকের ছায়া নেমে আসে পরিবারে।
মৃত শিশুর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। মোবাইলের ব্যাটারি জঞ্জালে কেমন করে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য কোনও ধরনের বিস্ফোরক ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে বিস্ফোরণ হয়েছিল এবং তাতেই শিশুটি মারা গিয়েছে এই তথ্য মিলেছে।