টাইমস বাংলা ডেস্ক -মহিলা হকি বিশ্বকাপে গোল করার পরেই প্রেমিককে বিয়ের প্রস্তাব দিলেন চিলির খেলোয়াড় ফ্রান্সিসকা তালা। তিনি অবশ্য নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারেননি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে চলতি মহিলা হকি বিশ্বকাপের ম্যাচে চিলির হয়ে গোল করলেন ফ্রান্সিসকা তালা। ২৬ বছর বয়সী চিলির এই মহিলা খেলোয়াড়ের জন্য,এটি দ্বিগুণ আনন্দের হয়ে দাঁড়িয়েছিল। তিনি ম্যাচের পরে একটি সাক্ষাৎকারে সেটি জানিয়েছিলেন। তালা তার চিলির সতীর্থদের সাথে একটি প্রাক-ম্যাচ বাজি রেখেছিলেন যে তিনি তার প্রেমিককে প্রস্তাব দেবেন যদি সে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে গোল করতে পারে।তাই মহিলা হকি বিশ্বকাপের নকআউট পর্বের যোগ্যতা অর্জনের জন্য নেদারল্যান্ডস ম্যাচটি ৩-১ তে জিতলেও চিলির ফ্রান্সিসকা তালা তার প্রস্তাবের কথা ম্যাচের পরে অকপট স্বীকার করেন এবং সকলের মন জিতে নেন। চিলির হকি খেলোয়াড় ফ্রান্সিসকা তালা বলেন,‘আমি সব মেয়েদের সঙ্গে বাজি রেখেছিলাম।’ তালা হাসতে হাসতে বলেন, ‘আমি যদি নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটিও গোল করি তবে আমি আমার প্রেমিককে বিয়ে করব। এই বলে আমি বাজি ধরেছিলাম।’ এই বলে হাসতে থাকেন তালা। সাক্ষাৎকারের শেষে তালা বলেন এটা তার জীবনের সবথেকে সেরা মুহূর্ত।
"I made a bet with the girls that if I made a goal against the Netherlands, I had to marry my boyfriend."
"He said yes!" 💍
This interview with @chile_hockey's Francisca Tala is everything 🤣🙌 #HWC2022 pic.twitter.com/qVI0QcEhvC
— Watch.Hockey (@watchdothockey) July 6, 2022
এদিন গোল করার পরে সাইড লাইনে গিয়ে নিজের প্রেমিককে ডাকেন তালা। এরপরে নিজের ভালবাসার প্রস্তাব দেন তিনি। এরপরে সকলের সামনে দু’জন দু’জনকে জড়িয়ে ধরেন এবং প্রেমের প্রকাশ করেন। মাঠের মধ্যেই একে অপরকে চুম্বন করেন। চিলির খেলোয়াড় ফ্রান্সিসকা তালার এই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায়।যদিও এদিন চিলিকে ৩-১ গোলে হারিয়ে ম্যাচ জেতে নেদারল্যান্ডস, তবু এদিন সকলের মন জেতেন চিলির ফ্রান্সিসকা তালা।