টাইমস বাংলা ডেস্ক -জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হল। ঘটনার পরই মাটিতে লুটিয়ে পড়েন শিনজো আবে। ঘটনাটি ঘটেছে জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে। ঘটনায় মল অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। নারা শহরে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন শিনজো আবে। সেই সময় তাঁর উর গুলি চলে বলে জানা গিয়েছে। জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে এই খবর নিশ্চিত করেছে। জানা গিয়েছে, নিজের দলের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শিনজো আবে। সেই সময় এই ঘটনা ঘটে।জাপানের সময় সকাল সাড়ে ১১টা নাগগাদ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনএইচকে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর শিনজে আবের শরীর থেকে রক্তপাত হচ্ছিল বলে জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা খুবই গুরুতর। ঘটনাস্থলে থাকা এনএইচকে রিপোর্টার জানান, শিনজো আবের বক্তৃতা চলাকালীন রপর দুটো জোরে আওয়াজ শুনতে পান তিনি। আওয়াজটা গুলি চালানোর মতো ছিল। এরপরই নাকি মাটিতে লুটিয়ে পড়েন শিনজো আবে।