টাইমস বাংলা ডেস্ক -দুর্দান্ত খেলেও উইলম্বডনে মিক্সড ডাবলস থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা। সেমিফাইনালে সানিয়াকে ডোবালেন ক্রোয়েশিয়ান সঙ্গী ম্যাটে পেভিচ। তার জেরে সানিয়ার বর্ণময় কেরিয়ারে অধরা থেকে গেল উইলম্বডনের মিক্সড ডাবলস খেতাব। সেইসঙ্গে মিক্সড ডাবলসে কেরিয়ার স্ল্যাম পূর্ণ হল না।বুধবার সেমিফাইনালে শুরুটা দারুণ করেন সানিয়ারা। প্রথম সেটের পঞ্চম গেমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেসিরে ক্রচেক এবং নিল স্কুপিসকির সার্ভিস ব্রেক করেন। যে লিড ধরে রেখে প্রথম সেটে ৬-৪ গেমে জিতে যান। দ্বিতীয় সেটের শুরুটা আরও ভালো হয়। প্রথম গেমেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সার্ভিস ব্রেক করেন সানিয়ারা। ‘ডবল ব্রেকের’ সুযোগও এসেছিল। কিন্তু পঞ্চম গেমে একেবারে সহজ ওভারহেড শট বাইরে চলে যাওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়। তারপরই যেন জেগে ওঠেন গতবারের চ্যাম্পিয়নরা। তারপরও ৪-৩ গেমে এগিয়েও ছিলেন সানিয়ারা। কিন্তু অষ্টম গেমে সানিয়ার সার্ভিস ব্রেক হয়। তারপর ‘অন সার্ভিস’ এগোতে থাকে খেলা। কিন্তু দ্বাদশ গেম খুইয়ে ফেলেন সানিয়া। ‘এস’-এ একটি সেট পয়েন্ট বাঁচালেও দ্বিতীয়টি রক্ষা করতে পারেননি। তার ফলে ৭-৫ গেমে দ্বিতীয় সেটে জিতে যান ডেসিরেরা।