টাইমস বাংলা ডেস্ক -আজ, বৃহস্পতিবার ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। এবার ৪১ বছর পূর্ণ করলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেক দিন। এখন আইপিএল ছাড়া তাঁকে আমরা তেমন দেখতে পাই না। ব্যক্তিগত জীবনে খুবই প্রাইভেট পার্সন তিনি। সোশ্যাল মিডিয়ায় থেকেও নেই। স্ত্রী সাক্ষীর ইনস্টা ফিড বা অন্য কোনও বন্ধু ছবি শেয়ার করলেই আমরা জানতে পারি যে তিনি কী করছেন। সেভাবেই জানা ছিল যে ধোনি এখন ইংল্যান্ডে। কিন্তু তিনি যে একেবারে টেনিসের মক্কা উইম্বলডনে চলে যাবেন, সেটা কেউ জানত না। বুধবার যদিও মাহির দেখা পাওয়া গেল দর্শকাসনে। তাঁর ব্যক্তিগত স্টাইল একেবারেই ক্যাজুয়াল। সেটার থেকে কিছুটা বিরতি নিয়ে উইম্বলডনের গরিমার সঙ্গে খাপ মেলাতেই বোধহয় স্যুট পরে এসেছিলেন ধোনি।
An Indian icon watching on 🇮🇳#Wimbledon | @msdhoni pic.twitter.com/oZ0cNQtpXY
— Wimbledon (@Wimbledon) July 6, 2022
ছাই রংয়ের স্যুটে এদিন মাঠে ছিলেন তিনি। তবে টাই পরেননি। এর আগে সচিন সহ অনেক ভারতীয় তারকাকে অতীতে উইম্বলডনে দেখা গিয়েছে। অনেকেই একেবারে ট্র্যাডিশনাল ব্ল্যাক টাই ব্ল্যাক স্যুট পরে এসেছিলেন। ধোনি সেদিক থেকেও কিছুটা আলাদা। সল্টেড পেপার লুকের সঙ্গে ছাই রংয়ের স্যুটটা যে রীতিমত মানিয়েছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। উইম্বলডনের সোশ্যাল হ্যান্ডেলই তাঁর ছবি শেয়ার করেছিল। তারপরে চেন্নাই সুপার কিংস হ্যান্ডেল ক্যাপশন দেয়ে যে সিংহ এখন গোটকে দেখতে গিয়েছে। অর্থাৎ চেন্নাইয়ের সিংহ মাহি গিয়েছেন নাদালকে দেখতে। সেন্টার কোর্টে গতকাল কোয়ার্টার ফাইনালের লড়াইতে পাঁচ সেটে টেলর ফ্রিৎজকে হারিয়ে সেমি ফাইনালে ওঠেন ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী রাফায়েল নাদাল। অনেকে ভেবেছিলেন এবছরই হয়তো শেষ হবে ধোনির চেন্নাই অধ্যায়। কিন্তু টুর্নামেন্টের শেষে মাহি বলেন যে চেন্নাই ভূমে দর্শকদের সামনেই বিদায় নেবেন তিনি। পরের আইপিএলের জন্য চলছে ভক্তদের কাউন্টডাউন। তার আগেই এল জন্মদিনে ধোনির তরফে ভক্তদের জন্য় রিটার্ন গিট।