টাইমস বাংলা ডেস্ক -‘সংবিধান বিরোধী’ মন্তব্যের জন্য ক্রমশ চাপ বাড়ছিল। সেই চাপের সামনে নতিস্বীকার করলেন সাজি চেরিয়ান। ইস্তফা দিলেন বামশাসিত কেরলের সংস্কৃতি এবং মৎস্য মন্ত্রী।গত রবিবার (৩ জুলাই) পাঠানামথিট্টায় দলের একটি অনুষ্ঠানে ভাষণের সময় সংবিধান নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন। সংবিধানে একাধিক ফাঁকফোকর আছে এবং সমাজের একটি শ্রেণির মানুষ লাভবান হন না বলে অভিযোগ করেছিলেন। সেইসঙ্গে আরও একাধিক অভিযোগ করেছিলেন চেরিয়ান। দলের জেলা কমিটির ওয়েবসাইটেও পোস্ট করা হয় সেই ভাষণের ভিডিয়ো। কিন্তু চেরিয়ানের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়।