টাইমস বাংলা ডেস্ক: দেখুন দেখি কী কাণ্ড! শেষমেশ করণ জোহরের হাত থেকে কাজ কেড়ে নিলেন রণবীর সিং! এতদিন যে করণ জোহরের এক ইশারায় চলত বলিউড, সেই করণকেই পাশে সরিয়ে, নিজের জায়গা বানিয়ে ফেললেন রণবীর সিং।গপ্পোটা হল, বলিউডের অন্দরে এখন একটাই খবর। ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় সিজন থেকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে করণ জোহরকে । আর সেই জায়গায় সঞ্চালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন রণবীর সিং !সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘বিগ বস ওটিটি’র প্রথম সিজনের পর সাফল্যের পর প্রযোজক সংস্থা চাইছেন ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় সিজন আনতে। আর দ্বিতীয় সিজনের চমক বাড়িয়ে তুলতেই করণের জায়গায় সঞ্চালক হিসেবে আসছেন রণবীর! তবে এই নিয়ে এখনও মুখ খুলতে চাননি রণবীর বা করণ কেউ-ই।ইন্ডাস্ট্রি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, যেহেতু করণ জোহর তাঁর টক শো ‘কফি উইথ করণ’ নিয়ে ব্যস্ত থাকবেন, সেহেতু ‘বিগ বস ওটিটি’র দায়িত্ব কাঁধে তুলে দেওয়া হচ্ছে রণবীর সিংয়ের। শোনা গিয়েছে, করণই নাকি রণবীরের নাম রেফার করেছেন এ ব্যাপারে! তবে পুরো ব্যাপারটাই এখন প্রাথমিক অবস্থায়।