টাইমস বাংলা ডেস্ক -সিঙারার মধ্যে ফাঙ্গাস। আর এই অভিযোগে তুলকালাম কাণ্ড ঘটে গেল মালদহের একটি মিষ্টির দোকানে। ক্রেতারা এই অভিযোগ তুলে ঘিরে ফেলেন মালদহের গাজোলে অবস্থিত মিষ্টির দোকান। সেখানে মিষ্টি ব্যবসায়ীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এমনকী দোকান বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে থবর, সিঙাড়া দিয়ে ব্রেকফাস্ট করার পরিকল্পনা ছিল মালদহের কয়েকজন বাসিন্দাদের। কিন্তু সেখানেই ফাঙ্গাস নিয়ে গণ্ডগোল বাধল। কারণ সিঙাড়ায় ছত্রাক পেয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হলেন মালদহের জনতা। প্রথমে দোকান ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তারপর সেই অশান্তি গড়াল থানা পর্যন্ত। আজ, মঙ্গলবার মিষ্টির দোকান থেকে কেনা সিঙাড়ায় মেলে ওই ছত্রাক। কয়েকজন না দেখে বাড়িতে গিয়ে খেয়ে ফেলেন এই ছত্রাক–সহ সিঙ্গারা। তারপর মুখে বিস্বাদ লাগতেই ফেলে দেখেন সিঙ্গারায় ছত্রাক। তখন ব্যবসায়ীকে ঘিরে বিক্ষোভ দেখান ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা। তুমুল অশান্তি হওয়ায় দোকান বন্ধ করে দিতে হয়। স্থানীয় বাসিন্দাদের অশান্তিতে সেখানে আসে পুলিশ। দেখা যায় এই সিঙ্গারা বাসি। তা নিয়ে আরও অশান্তি বাড়ে। মিষ্টি ব্যবসায়ীকে আটক করে পুলিশ। অনেকে আবার মিষ্টি পচা বলেও দাবি করেন। এই উত্তেজনার পরিস্থিতিতে বাসি সিঙাড়ার কথা স্বীকার করেন দোকানি। তবে এসবের দায় কর্মীদের উপর তিনি চাপিয়েছেন।