টাইমস বাংলা ডেস্ক -অগ্নিপথের বিরোধিতায় সুপ্রিম কোর্টে জমা পড়েছে একগুচ্ছ আবেদন। সেই আবেদনের প্রেক্ষিতে অগ্নিপথের বৈধতা খতিয়ে দেখতে মামলা গ্রহণ করল শীর্ষ আদালত। আগামী সপ্তাহে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি ইন্দিরা ব্যানার্জি এবং জেকে মহেশ্বরীর বেঞ্চ জানায়, উপযুক্ত বেঞ্চের সামনে মামলাটির শুনানি হবে আগামী সপ্তাহে। এর আগে হর্ষ অজয় সিংয়ের হয়ে এই মামলাটি শীর্ষ আদালতে উত্থাপিত করেছিলেন অ্যাডভোকেট কুমুদ লতা। আদালত এই আবেদনকে তালিকাভুক্ত করার বিষয়ে জানায়, ভারতের প্রধান বিচারপতির অনুমোদন পেলে গ্রীষ্মের ছুটির পর আদালত খুললে মামলাটিকে তালিকাভুক্ত করা হবে। এদিকে অপর এক আবেদনকারীর হয়ে অ্যাডভোকেট এমএল শর্মাও এই সংক্রা্ত একটি মামলা দায়েরের অনুমতি চান। তাঁর মামলাটিও তালিকাভুক্ত করার জন্য রেজিস্ট্রি খতিয়ে দেখবে বলে জানায় শীর্ষ আদালতের বেঞ্চ।