টাইমস বাংলা ডেস্ক: বলিউডে জোর খবর। ফের নাকি জুটি বাঁধতে চলেছেন সলমন খান আর শাহরুখ খান! আর এই কাজটি করতে চলেছেন যশরাজ ফিল্মসের কর্ণধার তথা বলিউড পরিচালক আদিত্য চোপড়া। হ্যাঁ, বলিউডে কান পাতলে আপাতত এই খবরই শোনা যাচ্ছে।ইন্ডাস্ট্রি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শত্রুতা ভুলে বহুদিন আগেই নতুন করে বন্ধুত্ব পাতিয়েছেন শাহরুখ ও সলমন। একে অপরের ছবির প্রচারও করেছেন। এমনকী, বিগবসে এসে শাহরুখ ও সলমন, ‘করণ অর্জুন’ ছবির নস্ট্যালজিয়াও ফিরিয়ে এনেছিলেন। তখন থেকেই বলিউডে কানাঘুষো শোনা যাচ্ছিল, সলমন ও শাহরুখ নাকি একসঙ্গে সিনেমা করার জন্য একেবারে তৈরি। তাঁরা দু’জনে নাকি ঠিকঠাক চিত্রনাট্য খুঁজছেন।এ খবর কানে গিয়েছিল পরিচালক আদিত্য চোপড়ারও। আর সেই কারণেই নাকি আদিত্য নড়ে চড়ে বসে নতুন এক ছবির চিত্রনাট্য লিখতে শুরু করেছেন। যা একেবারেই শাহরুখ ও সলমনকে ভেবে।এমনিতেই শাহরুখের ‘পাঠান’ ছবিতে ছোট্ট চরিত্রে দেখা যাওয়ার কথা সলমনের। অন্যদিকে, সলমনের ‘টাইগার থ্রি’তেও নাকি থাকবেন শাহরুখ। আদিত্য চোপড়ার কথায়, এই দুটো ছবি খানিকটা মহড়াও বটে।