সঞ্জয় কাপরি,পূর্ব মেদিনীপুর, টাইমস বাংলা :– পারিবারিক বিবাদের জেরে বাঁশ দিয়ে মেরে বাবাকে খুন করলো ছেলে।ঘটনাটি ঘটেছে তমলুক থানার খারুই গ্রামে। মৃত বৃদ্ধা নাম মোহনদাস। বয়স আনুমান ৬৬ বছর।
জানা গিয়েছে, একটি উনুন ধরানোকে কেন্দ্র করে বচসা বাঁধে বাবা ও ছেলেদের মধ্যে।ক্ষনিকের মধ্যেই বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এরপরেই বাড়িতে থাকা একটি বাঁশ দিয়ে বাবাকে মারার অভিযোগ উঠে ছোটো ছেলের বিরুদ্ধে। তড়িঘড়ি করে আহত ওই বৃদ্ধকে উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তমলুকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ওই বৃদ্ধ। এলাকাবাসীর অভিযোগ, তিন ছেলে মহনবাবুর। বাড়িতে পারিবারিক অশান্তি লেগেই থাকতো। গতকাল রাতে ছোট ছেলের সাথে তুমুল গন্ডগোল হয় এরপর ছোট ছেলে সন্টু দাস বাড়ির সামনে থাকা বাঁশ দিয়ে বাবাকে মাথায় আঘাত করে। ঘটনা স্থলে এলাকা বাসীরা এসে প্রথমে জানুবোসান উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরে তমলুক জেলা হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা যায় ওই বৃদ্ধ। গতকাল রাত থেকেই বাড়ি থেকে চলে যায় ছোট ছেলে। গ্রামবাসীরা সকাল থেকে ওই বাড়িতে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের অভিযোগ যে যতক্ষণ না প্রশাসন আছে ততক্ষণ বিক্ষোভ চলবে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে তমলুক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।