টাইমস বাংলা ডেস্ক – হিমাচলপ্রদেশের কুল্লুতে একটি বাস খাদে পড়ে স্কুল পড়ুয়া সহ ১৬ জনের মৃত্যু হয়েছে। খাদে পড়ে যাওয়া বাসটির সামনের দিকটা পুরোপুরি দুমড়েমুচড়ে গিয়েছে। কুল্লুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানান, সকাল সাড়ে ৮টার দিকে সাঁজগামী বাসটি জংলা গ্রামের কাছে খাদে পড়ে যায়। জেলা আধিকারিকরা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি জানান, আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।