টাইমস বাংলা ডেস্ক: বারোমাসের অধিকাংশ দিন যুদ্ধ-বন্দুক-গোলা-বারুদের সঙ্গে ঘর করেন তাঁরা। ফলে মানবিক সত্ত্বার দিকটা থেকে যায় আড়ালেই। যেহেতু সীমান্তে পাহারা দেওয়া মানেই শত্রুপক্ষের আক্রমণের ভয়। বাধ্য হয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু মাঝেমাঝে অন্য ঘটনাও ঘটে। তেমনই এক ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মানবিক রূপ দেখল ভারত-পাকিস্তান দুই দেশ। শুক্রবার পাঞ্জাব সীমান্ত ডিঙিয়ে পাকিস্তানের তিন বছরের এক শিশু ভুল করে ঢুকে পড়ে ভারতীয় ভূখণ্ডে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত পাকিস্তানের রেঞ্জারদের সঙ্গে কথা বলে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয় বিএসএফ।তখন সন্ধে ৭টা বেজে ১৫ মিনিট। ফিরোজপুর সেক্টরে ১৮২ নম্বর ব্যাটলিয়নের সীমন্তরক্ষী বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছিলেন সীমান্তে। তারাই খেয়াল করেন, সীমান্তের ভারতীয় ভূখণ্ডে দাঁড়িয়ে কান্নাকাটি করছে বছর তিনেকের এক শিশু। জওয়ানরা বুঝতে পারেন, শিশুটি পাকিস্তানের বাসিন্দা। কোনওভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে সে।এরপরেই দ্রুত ব্যবস্থা নেন বিএসএফ জওয়ানরা। পাকিস্তানি রেঞ্জারদের সঙ্গে যোগাযোগ করেন, যাতে করে দুই দেশের সীমান্ত আইন অনুযায়ী ফ্ল্যাগ মিটিং করে শিশুটিকে ফিরিয়ে দেওয়া যায়। সেই মতোই কাজ এগোয়। শেষ পর্যন্ত রাত ৯টা বেজে ৪৫ মিনিটে যাবতীয় আইন মেনে পাকিস্তানি রেঞ্জারদের হাতে তুলে দেওয়া হয় তিন বছরের ওই শিশুটিকে।