টাইমস বাংলা ডেস্ক-পেশাদারিত্বের ছোঁয়ায় স্থানীয় ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মোহনবাগান। গত মরশুমে ঘরোয়া ক্রিকেটে চরম ব্যর্থ হয়েছিল সবুজ-মেরুন শিবির। সেই ব্যর্থতা ঘোচাতে সচিব দেবাশিস দত্তের হাত ধরে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে মোহনবাগান। স্বপ্নপূরণের প্রথম পদক্ষেপ হিসাবে নতুন মরশুমে মোহনবাগান এবার তাদের ক্রিকেট দলের কোচ করল দীর্ঘদিন ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে থাকা প্রাক্তন ক্রিকেটার প্রণব নন্দীকে। প্রণব এর আগে মোহনবাগানে দীর্ঘ ২১ বছর খেলেছেন। পরে তিনি কোচ হিসাবে যোগ দেন ইস্টবেঙ্গলে। ১৮ বছর ধরে লাল-হলুদের কোচের দায়িত্বে থাকার পর দলবদল ঘটল তাঁর।হঠাৎ কেন লাল-হলুদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন, এর জবাবে শনিবার মোহনবাগান তাঁবুতে এক সাংবাদিক সম্মেলনে প্রণব বলেন, ‘‘ইস্টবেঙ্গল ছাড়ার প্রধান কারণ, ওখানে সিস্টেম বা পরিকঠামো ভেঙে পড়ছে। আমার অর্থের প্রতি কোনও মোহ নেই। আমি সিস্টেমের মধ্যে দিয়ে চলার চেষ্টা করি। ইস্টবেঙ্গলে এই সিস্টেমটাই ভেঙে যাচ্ছে।’’ প্রণবের সঙ্গে মোহনবাগানের তিন বছরের চুক্তি হয়েছে।সবুজ মেরুনের নতুন ক্রিকেট কোচ বলেন, ‘‘ইস্টবেঙ্গলের প্রতি রাগ-অভিমান কিছু নেই। কোনও ঝামেলাও হয়নি। আমি ইস্টবেঙ্গল ছাড়তে পারি, একথা হয়তো মোহনবাগান জানতে পেরেছিল। সচিব দেবাশিস দত্ত আমাকে ফোন করেন। প্রথমেই আমি নিজের শর্তের কথা বলতে চেয়েছিলাম। কিন্তু দেবাশিস দত্ত তার আগেই তাঁর পরিকল্পনার কথা আমাকে বলেন। যা আমার ভাবনার সঙ্গে মিলে গিয়েছিল। সেই কারণে সিদ্ধান্ত নিতে দেরি করিনি।’’