টাইমস বাংলা ডেস্ক -দুয়ারে রেশন প্রকল্পে যেতে রাজি নয় রেশন ডিলাররা। এই নিয়ে দীর্ঘদিন সমস্যা জিইয়ে রয়েছে। এবার রাজ্য সরকারকে আড়াল করে মৌলালি যুবকেন্দ্রে রেশন ডিলারদের ‘গোপন বৈঠক’ হয়ে গেল। দুয়ারে রেশন যাতে চালু করা না যায় তার জন্যই বৈঠক করলেন ডিলাররা। এখানেই ঠিক হয়ে গেল কী করে এই প্রকল্প বাস্তবায়িত করা না যায় তার নীল নকশা। সূত্রের খবর, দুয়ারে রেশন প্রকল্পে কমিশন বৃদ্ধি–সহ একাধিক ইস্যুতে সরকারের কাছে দরবার করেও তা আদায় করা যায়নি। তাই দুয়ারে রেশন বন্ধ করতে সিদ্ধান্ত নিয়েছেন রেশন ডিলাররা। দাবি না মানা হলে এভাবেই ঢিমেতালে গড়িয়ে প্রকল্পকে দিনের আলো দেখতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকেই বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলারস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বৈঠক হয়। তাঁদের সঙ্গে ডিলারদের আরও কয়েকটি সংগঠন উপস্থিত ছিল। রেশন ডিলারদের দাবি, করোনাভাইরাসের আবহে যখন সকলেই ঘরবন্দি তখন একমাত্র রেশন ডিলাররাই গ্রামে গ্রামে মানুষের দুয়ারে রেশন বন্টন করেছিল। তখন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল একাধিক ডিলারের। কিন্তু কোনও সরকারি সাহায্য মেলেনি। তাই এবার এই প্রকল্প চালু করতে গেলে সমস্ত দাবি সরকারকে মানতে হবে। জানা গিয়েছে, ওই বৈঠকে আগামী অগস্ট মাস থেকে রাজ্যে দুয়ারে রেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন রেশন ডিলাররা। এই বিষযে ফেয়ার প্রাইস শপ এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নিমাই দাস সংবাদমাধমকে বলেন, ‘আগে কুইন্টাল প্রতি ৭৫ টাকা কমিশন ছিল রেশন ডিলারদের। এখনও তাই আছে। দায়িত্ব বাড়লে কমিশন বাড়া উচিত। দুয়ারে রেশনের জন্য লোক নিয়োগ হলেও তাদের পারিশ্রমিক নিয়ে জটিলতা আছে। দুয়ারে রেশন প্রকল্পের জন্য প্রত্যেক মাসে বাড়তি ২০ হাজার টাকা খরচ হচ্ছে। মুখ্যমন্ত্রী–খাদ্যমন্ত্রীকেও জানিয়েছি আমরা। কোনও উত্তর মেলেনি।’