টাইমস বাংলা ডেস্ক -কন্ট্র্যাক্ট লঙ্ঘন করার অভিযোগ উঠল কপিল শর্মার উপর। ২০১৫ সালে নর্থ আমেরিকা ট্যুরে এমনটা করেন তিনি বলেই দাবি করা হচ্ছে। Sai উস Inc নামে একটি কোম্পানির তরফে মামলা করা হয়েছে কপিলের নামে। যেখানে বলা হয়ছে ৬খানা শো করার কথা থাকলেও. কপিল মাত্র ৫টি করেন। সঙ্গে যে ক্ষতি হয়েছে তা পূরণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কপিল, কিন্তু কথা রাখেননি। Sai USA Inc নামের এই কোম্পানিটি নিউ জার্সির। যা চালান অমিত জেটলি নামের এক ব্যক্তি। কোম্পানির ফেসবুক পেজে এই মামলা করার কথা উল্লেখ করা হয়েছে সম্প্রতি, ‘Sai USA Inc কপিল শর্মার নামে মামলা করেছে ২০১৫ সালে কন্ট্র্যাক্ট লঙ্ঘন করার জন্য।’ একটি সংবাদ মাধ্যমের র খবর অনুসারে, ‘তিনি পারফর্মও করেননি আর আমরা আদালতে যাওয়ার আগে ওঁর সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি, উত্তরও দেননি’। নিউ ইয়র্ক কোর্টে এই মমলা দায়ের করা হয়েছে।