টাইমস বাংলা ডেস্ক -করোনা আতঙ্কের মাঝেই পশ্চিমবঙ্গে বাড়ছে মিসলস বা হাম। শিশুদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে সাম্প্রতিককালে। প্রথমে জ্বর, সঙ্গে মুখে ব়্যাশ। পরে সেই লাল ছোপ ছোপ ব়্যাশ ছড়িয়ে পড়ছে গোটা শরীরে। জানা গিয়েছে, ২০২১ সালের তুলনায় এবছর বেশি সংখ্যক শিশু হামে আক্রান্ত হচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি পড়শি ঝাড়খণ্ডেও মিসলসের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে এবছর। এই আবহে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কর্তাদের পরিকল্পনা, রোগ থেকে সুরক্ষা দিতে শিশুদের হামের টিকার বিশেষ ডোজ দেওয়া হবে। সেজন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় আড়াই কোটি ডোজ হামের টিকা চেয়েছে পশ্চিমবঙ্গ সরকার।এমনিতে বাংলার শিশুরা দু’ডোজ হামের টিকা পেয়ে থাকে। তবে হামের প্রাদুর্ভাব বাড়ায় শিশুদের বিশেষ ডোজ টিকা দিতে চাইছে সরকার। এই আবহে কেন্দ্র যদি টিকা পাঠায়, তাহলে এ বছর নভেম্বর বা ডিসেম্বর নাগাদ হামের টিকার বিশেষ ডোজ দেওয়া শুরু হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টিকাকরণ চলাকালীন হামকে বাগে আনা গিয়েছিল। তবে টিকাকরণে ঢিলেমি দেখা দিয়েছিল এরপর। এর জেরেই ফের একবার হামের বাড়বাড়ন্ত শুরু হয়েছে রাজ্যে।বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের আশঙ্কা, নিউমোনিয়া, মস্তিষ্কে সংক্রমণ, চোখের মারাত্মক ক্ষতি এমনকী মৃত্যুও ডেকে আনতে পারে হাম। এই আবহে ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশু ও কিশোর-কিশোরীদের বাড়তি ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য। ওই বয়সি বাচ্চার সংখ্যা ২ কোটি ৩০ লক্ষের বেশি। তাই কেন্দ্রের কাছে আড়াই কোটি টিকা চেয়েছে রাজ্য।