টাইমস বাংলা ডেস্ক -শিয়ালদহ মেট্রো চালু হয়ে গেলে আয় বাড়বে আশা করেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু তা এখনও হয়নি। এমনকী তা কবে চালু হবে? সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই পরিস্থিতিতে মেট্রো রেলের আয় বাড়াতে বিকল্প পথ বেছে নেওয়া হয়েছে। মেট্রো রেলের টোকেনে এতদিন দেখা যেত হাওড়া ব্রিজের ছবি। কিন্তু সেটা আর থাকবে না। কারণ ওই টোকেন জুড়তে চলেছে শুধুই বিজ্ঞাপন।বিষয়টি ঠিক কী ঘটতে চলেছে? সূত্রের খবর, কলকাতা মেট্রোর টোকেন এবার ব্র্যান্ডিং করা হবে। আপাতত ২ লাখ টোকেন ব্র্যান্ডিং করা হবে। ভাড়া না বাড়িয়ে উপার্জনের বিকল্প পথ হিসাবে টোকেনেও ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে কয়েক লক্ষ টাকা আয় হবে। এর আগে কলকাতা মেট্রো রেলের সাতটি স্টেশনকে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।ঠিক কী জানা যাচ্ছে? কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, দমদম, নোয়াপাড়া, বেলগাছিয়া, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিটের মতো স্টেশনে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে শিয়ালদহ মেট্রো স্টেশনকেও ব্র্যান্ডিং করা হবে। এখন যাত্রী সংখ্যা আগের থেকে কমেছে। তাই এবার টোকেন থেকে হাওড়া ব্রিজের ছবি সরিয়ে সেখানে বিজ্ঞাপন দিয়ে আয় বাড়ানোর কথা ভাবা হয়েছে।কেন এই বিকল্প আয়ের ভাবনা? করোনাভাইরাসের জেরে দু’বছর বন্ধ ছিল কলকাতা মেট্রো। এখন পরিষেবা চালু হলেও যাত্রী সংখ্যা আগের মতো হচ্ছে না। তাই আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ভারতীয় রেলের মতো পণ্য পরিবহণ করে উপার্জনের সুযোগ নেই মেট্রো রেলে। তাই ব্র্যান্ডিং করেই বিকল্প পথে আয় বাড়াতে চাইছে তারা।