টাইমস বাংলা ডেস্ক : রথযাত্রার দিন বড় ঘোষণা করলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। অভিনেত্রীর লেখা গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘দশভূজা অ্যাকাডেমি’। দশটি মেয়ের কাহিনি তুলে ধরা সিনেমায়। পরিচালনার দায়িত্বে থাকছেন সুদীপ দাস। শুক্রবার জগন্নাথ দেবের আরাধনায় মাতেন ইন্দ্রাণী হালদার। তার ফাঁকেই নতুন সিনেমার ঘোষণা করেন অভিনেত্রী। আরাধ্য দেবতার সামনে দাঁড়িয়ে স্ক্রিপ্ট হাতে পোজ দেন। পাশাপাশি ১০১ টাকা পরিচালনার জন্য সুদীপ দাসের হাতে তুলে দেন। বেশ কিছুদিন আগে অভিনেত্রী গল্পটি লিখেছিলেন। তা থেকে চিত্রনাট্য লেখেন সংগীতশিল্পী সিধু। সেই স্ক্রিপ্টকে নতুনভাবে সাজাবেন পরিচালক সুদীপ। একটি সংবাদ মাধ্যমে সুদীপ জানান, দশটি মেয়ের কাহিনি নতুন এই সিনেমায় তুলে ধরা হবে। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ইন্দ্রাণী হালদার। অবশ্য তার আগে সিনেমা হলে মুক্তির অপেক্ষায় ইন্দ্রাণী হালদার, মধুমিতা সরকার, বিক্রম চট্টোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায় অভিনীত ‘কুলের আচার’। সেই ছবিরও পরিচালনা করেছেন সুদীপ দাস। ১৫ জুলাই সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।