টাইমস বাংলা ডেস্ক -স্টকহোম ডায়মন্ড লিগে নব্বই মিটারের ‘লক্ষ্যভেদ’ করতে চেয়েছিলেন। সেই লক্ষ্যের একেবারে কাছেও পৌঁছে যান। একটুর জন্য ৯০ মিটার ছুঁতে পারেননি। তাতে অবশ্য একেবারে অসন্তুষ্ট নন নীরজ চোপড়া। বরং অলিম্পিক্স চ্যাম্পিয়ন বলেন, ‘ট্রেনিং ভালো হচ্ছে। ধীরে-ধীরে উন্নতি ভালো।’বৃহস্পতিবার স্টকহোম ডায়মন্ড লিগে রুপো জয়ের পর নীরজ বলেন, ‘আমার খুব ভালো লাগছে। প্রথম রাউন্ডে ৮৯.৯৪ মিটার ছুড়েছিলাম – ৯০ মিটারের কাছে। খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম যে আজ আমি ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারব। ঠিক আছে, এই বছর আরও প্রতিযোগিতায় নামব আমি। পিটার্সকে অভিনন্দন জানাই।’ সঙ্গে তিনি বলেন, ‘ট্রেনিং ভালো হচ্ছে। ধীরে-ধীরে উন্নতি ভালো।’