টাইমস বাংলা ডেস্ক -১ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে নামবে ভারতীয় দল। টেস্টের পাশাপাশি এই সিরিজে টি-টোয়েন্টি এবং ওয়ান ডেও খেলার কথা ভারতীয় দলের। তবে স্বল্প দৈর্ঘ্যের সিরিজের এক ম্যাচ থেকে আরেক ম্যাচের মধ্যে সময় প্রায় নেই বললেই চলে।টেস্ট ম্যাচ শেষ হতে না হতেই ৭ জুলাই থেকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়ে যাবে। অর্থাৎ দুই ম্যাচের মধ্যে পার্থক্য ৪৮ ঘণ্টারও কম। তাই বিরাট কোহলিরা টেস্ট খেলার পরই এত দ্রুত সময়ের মধ্যে টি-টোয়েন্টি খেলবেন না বলেই খবর। বদলে প্রথম টি-টোয়েন্টিতে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন যে দল আয়ারল্যান্ড সিরিজ খেলেছিল, সেই দলই প্রথম টি-টোয়েন্টি খেলবে। কোহলিরা ফিরবেন দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে।যেহেতু দুই ম্যাচের মধ্যে সময় এত কম তাই স্বাভাবিকভাবেই টেস্ট শেষ হওয়ার পর টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে না ভারতীয় দল। সেই কারণে বাধ্য হয়েই কোহলিরা যখন টেস্ট খেলবেন, তখন পান্ডিয়ারা টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ম্যাচ খেলবেন। অর্থাৎ একই সময়ে দুই জায়গায় খেলবে দুইটি ভারতীয় দল। এমন ঘটনা কিন্তু দেখাই যায় না। সেই হিসাবে তৈরি হতে চলেছে নতুন ইতিহাস। পান্ডিয়ারা গতকালই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাঁরা ডার্বিশায়ারের বিরুদ্ধে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে প্রস্তুতি সারবে।