টাইমস বাংলা ডেস্ক, বাংলাদেশ- ‘সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় : জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়।’ ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় শোনা গেল সুকান্ত ভট্টাচার্যের কবিতা। শনিবার আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে হাসিনা দাবি করেন, প্রচুর বাধা-বিপত্তি, প্রতিকূলতা পেরিয়ে পদ্মা সেতুর স্বপ্নপূরণ হয়েছে। দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাঙ্ক ঋণচুক্তি বাতিল করে দিয়েছিল। সেই দুর্নীতির অভিযোগ অবশ্য ধোপে টেকেনি। নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করেছে বাংলাদেশ। অথচ একটা সময় অনেকেই পদ্মা সেতু নিয়ে সন্দিহান ছিলেন। নিজের টাকায় কীভাবে বাংলাদেশ পদ্মা সেতু নির্মাণ করবে, তা নিয়ে সমালোচনা করেছিলেন। ষড়যন্ত্রও হয়েছিল। তারপরেই হাসিনা জানান, যাঁরা পদ্মা সেতুর ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন এবং ষড়যন্ত্র করেছিলেন, তাঁদের নিয়ে কোনও অভিযোগ-অনুযোগ নেই। বাংলাদেশের কীর্তি দেশে তাঁরা এবার হয়ত আত্মবিশ্বাস পাবেন। তারপরই সুকান্তের কবিতা শুনিয়ে হাসিনা বলেন, ‘সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় : জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়।’