টাইমস বাংলা ডেস্ক, দিল্লি – রবিবার সকালে রাজধানী দিল্লিতে নিজেই আবর্জনা সাফাইয়ের কাজে হাত লাগালেন নরেন্দ্র মোদি। জনপ্রিয় নেতার সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
রবিবার দিল্লির প্রগতি ময়দান এলাকায় হাজির হন প্রধানমন্ত্রী। সেখানকার ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডরের অধীনে নির্মিত সদ্য চালু হওয়া এআইটিপিও ভূগর্ভস্থ পথ পরিদর্শন করেন। সেই সময়েই আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় তাঁকে। পিএমও টুইটার অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও পোস্ট করা হয় এদিন। ভিডিওতে দেখা গিয়েছে, ভূগর্ভস্থ পথে হাঁটতে হাঁটতে আবর্জনা সংগ্রহ করছেন মোদি। ফুটপাথ ও রাস্তায় পড়ে থাকা বেশকিছু ছোট প্যাকেট ও খালি জলের বোতল নিজেই কুড়িয়ে তুলছেন।