টাইমস বাংলা ডেস্ক- এবার দক্ষিণ কাশ্মীরে ৪ জঙ্গিকে নিকেশ করল কাশ্মীর পুলিশ। দু’টি ভিন্ন এনকাউন্টারে এই সাফল্য এল। কুলগামে দুই জঙ্গিকে খতম করার পাশাপাশি অনন্তনাগেও মারা গেল দুই জেহাদি। ওই জঙ্গিরা সকলেই হিজাব-উল-মুজাহিদিনের সদস্য বলে জানা গিয়েছে। কুলগামে যে দুই জঙ্গি নিহত হয়েছে, তাদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত শিক্ষিকা রজনী বালাকে হত্যা করেছিল। কুলগামের মিশিপোরা এলাকায় গত মঙ্গলবার থেকেই লাগাতার অভিযান চলছে। সেই অভিযানেই বৃহস্পতিবার নিকেশ হল ওই দুই হিজাব জঙ্গি। গত মাসের শেষের দিকে কুলগাম এলাকার গোপালপুরা হাই স্কুলে হামলা চালায় জঙ্গিরা। সেখানেই গুলিতে প্রাণ হারিয়েছিলেন রজনী বালা নামে এক কাশ্মীরি পণ্ডিত শিক্ষিকা। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়ে যায়। এদিকে অনন্তনাগের কোকেরনাগ এলাকায় পুলিশের গুলিতে দুই জঙ্গি নিকেশ হয়। দুই জঙ্গিকে শনাক্ত করা গিয়েছে জুনাইদ ও বাসিত বলে। এদের মধ্যে বাসিত নামের জঙ্গিটি এক গ্রামপ্রধান রসুল দার ও তাঁর স্ত্রীকে খুন করেছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ওই এলাকায় তল্লাশি চলছে।