টাইমস বাংলা ডেস্ক, দিল্লি – দেশের রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের একত্রিত করার কাজে প্রথম পর্যায়ে সফল মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বেই এক ছাতার তলায় চলে এল দেশের ১৬টি বিরোধী দল দিল্লিতে অনুষ্ঠিত কনস্টিটিউশন ক্লাবের আজকের বৈঠকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েই শরদ পওয়ার, অখিলেশ যাদব, মেহেবুবা মুফতির, মল্লিকার্জুন খাড়গের মতো নেতারা একজোট হয়ে গেলেন। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল, রাষ্ট্রপতি নির্বাচনে একজোট হয়ে প্রার্থী দেবে বিরোধী শিবির। এদিন মমতার ডাকা বৈঠকে মোট ১৬টি দলের প্রতিনিধি উপস্থিত ছিল। কংগ্রেস এবং বামেদের প্রতিনিধিরাও হাজির ছিলেন বৈঠকে। আম আদমি পার্টি, টিআরএস, অকালি দল, বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেস ছাড়া প্রায় সব বিজেপি বিরোধী দলই এই বৈঠকে যোগ দেয়।এদিনের বৈঠকের সভাপতিত্ব করেছেন শরদ পওয়ার। প্রায় ঘণ্টা দুয়েকের বৈঠক শেষে একটি প্রস্তাব গ্রহণ করেছে বিরোধীরা। যাতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী দিতে চায়। এমন একজনকে প্রার্থী করতে চায় যিনি ভারতের সংবিধানকে রক্ষা করবেন। এবং এই সরকার যাতে আর দেশের ক্ষতি করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। এদিনের বৈঠক শেষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিকদের সামনে জানিয়ে দেন , ঐক্যবদ্ধ বিরোধীদের প্রার্থী হিসাবে বৈঠকে উপস্থিত সব দল একযোগে শরদ পওয়ারের নাম প্রস্তাব করেছিল। কিন্তু তিনি রাজি হননি। তবে, আগামী দিনে পওয়ারকে ফের প্রার্থী হওয়ার জন্য বোঝানো হবে বলেও ইঙ্গিত দিয়ে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় । শেষ পর্যন্ত তিনি রাজি হলে সব বিরোধী দল তাঁকে সমর্থন করবে। না হলে বিকল্প প্রার্থীর কথা ভাবা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন।