দেবাশীষ পাল, মালদা, টাইমস বাংলা ডেস্ক – বাড়ি থেকে ৫০০ মিটার দূরে পাটক্ষেতে মিলল সিভিক ভলান্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে, বৈষ্ণব নগর থানা এলাকার বেদরাবাদ গ্রামীণ হাসপাতালের পেছনের পাটক্ষেতে।
জানা গেছে, এদিন সকালে নিজের জমিতে কাজ করতে যাওয়ার পথে একটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারপরেই তারা পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যেই পুলিশ জানতে পারে ওই রক্তাক্ত দেহটি তাদের থানার একজন সিভিক ভলেন্টিয়ার বচ্চন মণ্ডলের ।তার বাড়ি মির্জাচকের চাইপাড়াতে। সে ভিলেজ পুলিশের আন্ডারে কাজ করতো । মূলত এলাকায় কোন ঝামেলা বা অশান্তি হলে সেসব খোঁজ খবর রাখাই ছিল তারা কাজ । পরিবার সুত্রে জানা গেছে, ওই সিভিক ভলান্টিয়ার রবিবার রাতে বাজারে গিয়েছিলেন, তিনি আর বাড়ি ফেরেননি। পরিবার সুত্রে আরও জানা গেছে, রাতে খাওয়ার সময় অনেকবার তার ফোনে কেউ ফোন করছিল। সেই ফোন পেয়েই সে বাইরে যায় এবং রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোক বারবার ফোন করলেও তার ফোন সুইচ অফ আসে ।
এরপর সকালে তারা খোঁজাখুঁজির সময় স্থানীয়দের কাছ থেকে শুনতে পাই যে হাসপাতালের পেছনে একটি রক্তাক্ত মৃতদেহ ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে । সেই খবর জানতে পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং দেখতে পান যে বচ্চন মণ্ডলকেই কেউ বা কারা খুন করে ফেলে রেখেছে । অভিযোগ পরিবারের। ইতিমধ্যেই এই ঘটনার ফলে এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য । বৈষ্ণবনগর থানার পুলিশও রীতিমত ঘটনার তদন্ত শুরু করেছে ।