সঞ্জয় কাপড়ি, পূর্ব মেদিনীপুর, টাইমস বাংলা ডেস্ক – ফের পূর্ব মেদিনীপুরে উল্টে গেল বাস। গেঁওখালি-মহিষাদল- তেরপেখ্যা রোডের একটি যাত্রীবাহী বাস সোমবার সকালে নন্দীগ্রামের তেরপেখ্যা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে হলদিয়ায় মহিষাদল আসার সময় বামুনিয়া বাসস্ট্যান্ড-এর কাছে উল্টে যায় বাসটি। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করেন। তাঁদের মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে মহিষাদল পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শেখ রহমানসহ আরও কয়েক জন কর্মাধ্যক্ষ হাসপাতলে আহতদের সঙ্গে দেখা করেন। উল্টে যাওয়ার কারণ জানতে ঘটনার তদন্তে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।হঠাৎই নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের স্থানীয় মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।