বিশ্বজিৎ রায়, হাওড়া, টাইমস বাংলা ডেস্ক – আজ সোমবার সকাল সাতটা থেকে ফের হাওড়ায় ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হল। যদিও পাঁচলা, উলুবেড়িয়া, ধুলাগড়, অঙ্কুরহাটি মোড় সহ একাধিক জায়গায় আগামী ১৫ জুন, বুধবার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এর আগে ১০ জুন রাতেই গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও রবিবারই পুলিশ জানায়, হাওড়ার পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে। কড়া পুলিশি নজরদারিতে গতকাল হাওড়ার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখনও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে হাওড়া গ্রামীণের বিস্তীর্ণ এলাকায়। পয়গম্বর নিয়ে প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মারে গত বৃহস্পতিবার থেকে প্রতিবাদের নামে তাণ্ডব চলে হাওড়া জুরে। এর জেরে ১৪৪ ধারা জারি করা হয়েছিল উলুবেড়িয়ায়। এর জেরে ডোমজুড়ের সলপ মোড়, ধূলাগড় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। গভীর রাত পর্যন্ত বাহিনী টহল দিয়েছে বাঁকড়া, ধূলাগড়, রানিহাটি, অঙ্কুরহাটি-সহ বিভিন্ন এলাকায়।