সঞ্জয় কাপড়ি,পূর্ব মেদিনীপুর, টাইমস বাংলা ডেস্ক – পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লক এর পেটুয়াঘাট মৎস্য বন্দর এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে একটি ট্রলার নিয়ে মৎস্যজীবিরা মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়ে ছিল। মাছ সমুদ্রে বারো জন মৎসজীবি সহ ট্রলার উল্টে যায়। মুহূর্তেই সমুদ্রে ডুবে যায় মৎস্যজীবীরা। ট্রলার চাপা পড়ে কয়েকজন মৎস্যজীবী। দুই মৎস্যজীবীর মৃত। তিনজনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ৭ জন মৎসজীবি নিখোঁজ। মৃতদের উদ্ধার করে পেটুয়াঘাট বন্দরে আনা হয়েছে। প্রশ্ন উঠছে, এই মাসের ১৫ তারিখে ব্র্যান্ড পিরিয়ড শেষ হচ্ছে, তার পরেই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়ার অনুমতি পাবেন। কিন্তু তার আগে কি ভাবে প্রশাসনের নজর এড়িয়ে ট্রলার নিয়ে সমুদ্রে গেলেন তারা। উঠছে প্রশ্ন। কাঁথি মহকুমা শাসক পেটুয়া বন্দরে উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন।