টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল। এবছর পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ৭ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কালিম্পং-সহ ৭ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। এবছর পরীক্ষা দিয়েছিলেন ৭,২০, ৮৬২ জন। ৬, ৩৬, ৮৭৫ পাশ করেছেন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৬.৯৮ শতাংশ।
উচ্চ মাধ্যমিকেও মেধাতালিকার শীর্ষে জেলার ছাত্রছাত্রীরা। ৪৯৮ পেয়ে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটা সোনি দেবী জৈন স্কুলের পড়ুয়া অদিশা দেবশর্মা। ৪৯৭ পেয়ে দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তৃতীয় স্থানে রয়েছেন ৪ জন। ৪৯৬ পেয়ে উচ্চ মাধ্যমিকে তৃতীয় পাঠভবনের রুহিন সেন, হুগলি কলেজিয়েট স্কুলের সোহম দাস, কাটোয়ার অভীক দাস ও পশ্চিম মেদিনীপুরের পরিচয় পারি। ৪৯৫ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থানে রয়েছেন ৭ জন। চতুর্থ সৌম্যদীপ মণ্ডল, প্রীতম মিদ্দা,অর্পিতা মণ্ডল, অনুষ্কা ভট্টাচার্য, তিতলি ব্যানার্জি, আনন্দ রূপা মুখার্জি ও নীতিশ কুমার হালদার। ৪৯৪ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকের পঞ্চম স্থানে রয়েছেন ১১ জন। পঞ্চম হয়েছেন চন্দ্র মণ্ডল, দেবাঙ্ক সাহা, সানা দাস, কোয়েল চক্রবর্তী, সোমনাথ পাল, প্রভাত দত্ত, কে এইচ মুসাইফ নাওয়াজ-সহ মোট ১১ জন। ৪৯৩ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছেন মোট ৩২ জন। ষষ্ঠ জিতেশ বসাক, অগ্নিক ভৌমিক, প্রণীত কুমনার দাস-সহ মোট ৩২ জন।
৪৯২ নম্বর পেয়ে এবারের উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থানে রয়েছেন মোট ৩৭ জন। সপ্তম স্থানে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণপুরের অর্চিষ্মান মান্না। সপ্তম হয়েছেন হুগলি কলেজিয়েট স্কুলের অঙ্কিত ভর। উত্তর ২৪ পরগনার মৌমিতা বিশ্বাস, দক্ষিণ ২৪ পরনগার চন্দ্রিমা মণ্ডল-সহ মোট ৩৭ জন রয়েছেন সপ্তম স্থানে। এছাড়াও ৪৯১ নম্বর পেয়ে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থানে রয়েছেন মোট ৫৫ জন পড়ুয়া। ৪৯০ পেয়ে নবম স্থানে রয়েছেন ৫৪ জন। ৪৮৯ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে দশম স্থানে রয়েছেন মোট ৬৯ জন।